আজকাল অনলাইন মাল্টিপ্লেয়ার ভিডিও গেম খেলোয়াড়দের সংখ্যার কোনো অভাব নেই। প্রতিটা গেম প্রেমিক মাল্টিপ্লেয়ার গেমস খেলতে ভালোবাসে। কারণ বন্ধুরা সবাই একসাথে আড্ডা দিয়ে এই গেমগুলো খেলা যায়। আপনিও যদি একজন গেম লাভার হয়ে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। বর্তমানে ভিডিও গেম ডাউনলোড করে মোবাইলে ও পিসিতে খেলা যায়। তবে এন্ড্রয়েড মোবাইলের বেশিরভাগ গেমগুলো ফ্রিতে পাওয়া যায়। আর কম্পিউটার ভিডিও গেম মূলত প্রিমিয়াম হয়ে থাকে। তাই আমি এখন ভালো মানের কয়েকটি ফ্রি ও পেইড গেম নিয়ে আলোচনা করবো।
বর্তমানে ইন্টারনেটের স্পিড অনেক বৃদ্ধি করা হয়েছে। ফলে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে অনেক গেমস অনলাইনে খুব সহজেই খেলা যায়। এমনকি গেম খেলার সময় বন্ধুদের সাথে কথা বলা যায়। কারণ এগুলো হলো মাল্টিপ্লেয়ার গেম। এছাড়া মোবাইলের গতি বৃদ্ধি থাকার কারনে মাল্টিপ্লেয়ার গেম খেলার সময় কোনো সমস্যা হয় না। খুব স্মুথ ভাবে ভিডিও গেম খেলা যায়। আপনি বর্তমান ভার্সনের এন্ড্রয়েড মোবাইলগুলোর মধ্যে গেমগুলো খেলতে পারলে সবচেয়ে বেশি সুবিধা ও মজা পাবেন।
মাল্টিপ্লেয়ার ভিডিও গেম
এখনকার দিনে মাল্টিপ্লেয়ার গেমস সবার কাছে অনেক পরিচিত। কিন্তু এক সময় মাল্টিপ্লেয়ার গেম সম্পর্মে মানুষ কিছুই জানত না এবং এর মজাও সবাই উপভোগ করতে পারতো না। তবে এখন সবার কাছে স্মার্টফোন থাকার জন্যে মোবাইলের মাধ্যমেই মাল্টিপ্লেয়ার ভিডিও গেম খেলা সম্ভব হচ্ছে। আপনি যদি মাল্টিপ্লেয়ার গেম খেলার জন্য অনেক উত্তেজিত হয়ে থাকেন তাহলে আপনার আমি সেরা কিছু গেম এখানে তালিকা করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আপনার কাছে এই গেমগুলো সবচেয়ে বেস্ট মনে হবে।
Apex legends – কম্পিউটার মাল্টিপ্লেয়ার ভিডিও গেম
আপনি যদি একজন গেমার হয়ে থাকেন তাহলে এই গেমটির নাম অবশ্যই শুনেছেন বা কোথাও দেখেছেন।
বর্তমানে মাল্টিপ্লেয়ার গেমগুলোর মধ্যে এই গেমটি শীর্ষ স্থানে স্থাপিত হয়েছে। আমার গেমিং তালিকায় এটা সেরা হিসেবে বিবেচিত হয়েছে।
এই গেমটি পিসি ও অন্যান্য গেমিং সিস্টেমের মধ্যে খেলতে পারবেন। তবে মোবাইলের জন্য এটা উপলব্ধ নয়।
২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত এই গেমটি তৈরি করা হয়েছিলো ফোর্টনিট গেমের প্রতিদ্বন্দ্বী হিসেবে। এটা একটি বাটেল রয়েল গেম।
আপনি যদি যুদ্ধ গেম খেলতে পছন্দ করেন তাহলে অ্যাপেক্স কিংবদন্তি গেমটি ডাউনলোড করে খেলতে পারেন।
গেমটি আপনি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে খেলতে পারবেন। এরজন্য আপনার কাছ থেকে কোনো চার্জ করা হবে না।
অ্যাপেক্স লেজেন্ডস গেমটি পিসি খেলার জন্য আপনার “EA’s Origin platform” ইনস্টল করতে হবে। এবং সেখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।
[ মাল্টিপ্লেয়ার ভিডিও গেম ]
Mobile Legends
মোবাইল লেজেন্ডস একটি এন্ড্রয়েড গেমস। গুগল প্লে-স্টোরে গেমটি বিনামূল্যে ডাউনলোড করার অনুমতি দেওয়া রয়েছে।
আপনার মোবাইলের ইন্টারনেটের সংযুগের মাধ্যমে গেমটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য এটি একটি প্রতিযোগিতামূলক মাল্টিপ্লেয়ার ভিডিও গেম।
প্লে-স্টোরে গেমটি লক্ষাধিকবার ডাউনলোড করা হয়েছে। বর্তমানে এর রিভিউ রেটিং রয়েছে ৪.২ এবং এন্ড্রয়েড রিকুয়ারমেন্ট ভার্সন হলো ৪.১। গেমটির খেলার সময় অনেক উন্নতমানের গ্রাফিক্স ও হাই-কোয়ালিটি সাউন্ড উপভোগ করতে পারবেন।
এছাড়া গেমের কন্ট্রোলিং সিস্টেম অনেক ভালো মানের ও খুব মসৃণ ভাবে কাজ করবে। গেমটির মধ্যে MOBA ম্যাপ অন্তর্ভুক্ত করা হয়েছে এবং 5v5 বৈশিষ্ট্য উপলব্ধ করা হয়েছে।
আপনার গেমটি দ্রুত বোস্ট করার জন্য কিছু ফিচার রয়েছে যেগুলো আপনাকে ক্রয় করতে হবে। আর এটা সম্পূর্ণই অপশনাল।
গেমটি খেলার সময় আপনাকে শত্রুদের মোকাবেলা করার জন্য দলবদ্ধ হতে হবে। বিভিন্ন ম্যাচ খেলার আপনি বন্ধুদের নিয়ে একটি টিম গঠন করতে পারবেন এবং জয়ের মাধ্যমে নতুন শক্তিশালী হিরো নিয়ে খেলার সুযোগ পাবেন। এছাড়া গেমটির মধ্যে রিয়ালস্টিক গ্রাফিক্স ও রিয়াল টাইম সিস্টেম রয়েছে।
[ মাল্টিপ্লেয়ার ভিডিও গেম ]
War Thunder – কম্পিউটার মাল্টিপ্লেয়ার ভিডিও গেম
ওয়ার থান্ডার একটি যুদ্ধ গেম। আপনি পিসি সিস্টেরম মাধ্যমে এই গেমটি খেলতে পারবেন। গেমটি ডাউনলোড করার জন্য কোনো অর্থের প্রয়োজন হবে না।
গেম ডেভেলপার এটা ফ্রিতে ডাউনলোড করার অনুমতি দিয়েছে। এই গেমটির মধ্যে সামরিক যানবাহনের মাধ্যমে শত্রুদের সাথে লড়াই করতে হয়।
একটি দেশের সামরিকবাহিনীদের যেসব ধরণের অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হয় সেগুলো এই গেমটির মধ্যে পাওয়া যাবে।
গেমটির মধ্যে আপনিও একজন আর্মি হিসেবে যুদ্ধ করবেন শত্রুদের বিপক্ষে। এটা অনেকটা WW2 games এর মতো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে কয়টি দেশ যুদ্ধে অংশ নিয়েছিলো সেগুলো এই গেমের মধ্যেও দেখা যাবে। আপনিও গেমের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করার জন্য সেনাবাহিনীদের ট্যাঙ্ক ব্যবহার করতে পারবেন।
আকাশ দিয়ে যারা আক্রমণ করবে তাদের বিমানগুলো আপনি মাটিতে ভূপাতিত করতে সক্ষম হবেন।
সত্যি অনেক উত্তেজনাপূর্ণ একটি যুদ্ধ গেম। আপনি চাইলে পিসিতে গেমটি ইন্সটল করে খেলতে পারেন।
[ মাল্টিপ্লেয়ার ভিডিও গেম ]
MaskGun Multiplayer Game
আপনি যদি পাবজি গেম খেলা পছন্দ করেন তাহলে মাস্কগান মাল্টিপ্লেয়ার এফপিএস গেমটিও পছন্দ করতে বাধ্য হবেন। সম্প্রতি এই গেমটি বেশ জনপ্রিয়তা অর্জন করছে।
প্লে-স্টোরে খুবই ভালো মানের রিভিউ রেটিং পেয়ছে ও এর ডাউনলোডিং সংখ্যাও অনেক। এটা একটি ফার্স্ট পার্সন শ্যুটার গেম।
এই গেমের মধ্যে থ্রিডি গ্রাফিক্স সিস্টেম করা হয়েছে। ফলে গেমারদের কাছে এর দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর মনে হয়।
গেমটির মধ্যে একটি অসাধারণ মানচিত্র থাকবে যেটার মাধ্যমে আপনি সহজেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যেতে পারবেন শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য।
এছাড়া এটার রিয়ালস্টিক সাউন্ড এফেক্ট আপনাকে অনেক আকৃষ্ট করবে। আপনি চাইলে আপনার বন্ধুদের সাথেও খেলতে পারবেন ও টিম গঠন করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো গেমটির মধ্যে কাস্টম ইঞ্জিন সিস্টেম রয়েছে।
আপনি যদি মোবাইলে গেমটি ডাউনলোড করে খেলতে চান তাহলে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে প্লে-স্টোর থেকে ফ্রিতে সংগ্রহ করতে পারেন।
[ মাল্টিপ্লেয়ার ভিডিও গেম ]
Heroes Arena – মাল্টিপ্লেয়ার গেম
হিরোস অ্যারিনা হলো আরো একটি অনলাইন মাল্টিপ্লেয়ার ভিডিও গেম যা আপনাকে কিংবদন্তি নায়কদের সাথে ও বন্ধুদের সাথে যুদ্ধ করার সুযোগ করে দেয়।
সারা বিশ্বে এই গেমটি ফ্রিতে খেলার অনুমতি দেওয়া হয়েছে। গেমটি ডিজাইন করা হয়েছে এন্ড্রয়েড মোবাইলের জন্য। প্লে-স্টোরে এটি বর্তমানে উপলব্ধ আছে।
এটার মধ্যে সর্বোচ্চ প্রতিরোধ ক্ষমতা আনতে হাই ডেফিনেশন গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। গেমটি কয়েকটি মোডে খেলতে পারবেন যেমন- 1v1, 3v3 এবং 5v5।
এটা খেলার সময় আপনি চ্যাট বক্সের মাধ্যমে আপনার দলের অন্যান্য খেলোয়াড়দের সাথে যোগাযোগ করতে পারবেন।
এটি তিনটি ভিন্ন গেম মোডের সাথে রিয়েল-টাইম অনলাইন পিভিপি গেমিং সরবরাহ করে।
হিরোস অ্যারিনা গেমটির ইন্টারফেস অনেকটা সাধারণ তবে এর কন্ট্রোলিং সিস্টেম অনেক ভালো।
গেমটি খেলার আপনার মনেই হবে না যে আপনি মোবাইলের মধ্যে খেলছেন। আপনার কাছে কম্পিউটার গেম খেলার মতো মনে হবে।
প্লে-স্টোরে গেমটির রিভিউ রেটিং রয়েছে ৩.৫ ও ইন্সটল সংখ্যা প্রায় ১০,০০০,০০০+। ২০২০ সালের ২১ মে গেমটি সর্বশেষ আপডেট করা হয় এবং এর মেগাবাইট হয়ে দাড়ায় ৯৪।
আপনার কাছে পছন্দ হলে এখনই গেমটি নামিয়ে খেলা শুরু করতে পারেন কোনো প্রকার চার্জ ছাড়াই।
[ মাল্টিপ্লেয়ার ভিডিও গেম ]
Dying Light 2 – পিসি মাল্টিপ্লেয়ার গেম
কম্পিউটার গেম প্রেমিদের জন্য এটা একটি দারুন হরর অ্যাকশন গেম। এই গেমটি তৈরি করেছে টেকল্যান্ড কোম্পানি।
গেমটি সর্বপ্রথম ২০২০ সালে রিলিজ হয়েছে। সুতরাং বলাই যায় এটা একটি নতুন মাল্টিপ্লেয়ার ভিডিও গেম । গেমটির মধ্যে বিভিন্ন ভাবে জম্বিগুলো হত্য করতে হবে।
সারা বিশ্বে বিভিন্ন স্থানে জম্বি দেখা যাবে আর সেগুলো হত্যা করার জন্য আপনাকে নানা ধরণের কৌশল অবলম্বন করতে হবে। এই গেমটি আপনারা চার জন মিলে খেলার সুযোগ পাবেন।
গেমটি খেলে আপনি অনেক পাবেন কারণ এটা অনেকটা থ্রিডি মুভির মতো। এর গ্রাফিক্স করা হয়েছে সম্পূর্ণ এইচডি।
ডাইং লাইট গেম খেলার জন্য আপনার অর্থ খরচ করতে হবে কারণ এটা একটি প্রিমিয়াম গেম।
[ মাল্টিপ্লেয়ার ভিডিও গেম ]
Arena of Valor
অ্যান্ড্রয়েড গেম খেলোয়াড়দের জন্য আরো একটি নতুন মাল্টিপ্লেয়ার ভিডিও গেম হলো “Arena of Valor”। এই গেমটি ডেভেলপ করেছে “Tencent Game” কোম্পানি।
আপনি যদি পাবজি গেম প্রেমিক হয়ে থাকেন তাহলে হয়তো টেনসেন্ট গেম কোম্পানির নাম শুনেছেন। কারণ পাবজি গেমটিও এই কোম্পানি তৈরি করেছে।
সুতরাং বলাই যায় এটাও পাবজি গেমের মতো আরো একটি জনপ্রিয় গেমস। গেমটি শুরু দিকে আপনার বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।
রিয়েল-টাইম ক্লাসিক 5v5 লড়াইটি কোনও রসিকতা হবে না এবং আপনার বন্ধুদের কামড়ানোর জন্য আপনাকে বুদ্ধিমান এবং দক্ষ হতে হবে। আপনি যদি গেমটি পরিচালনা করা শিখে নিতে পারেন তাহলে আখড়ার কিংবদন্তী হয়ে উঠার জন্য আপনার কোনো সমস্যা হবে না।
আপনি যদি আখড়ার কিংবদন্তী হয়ে উঠতে পারেন তারপর থেকে শক্তিশালী নায়কদের আপনার বাধ্য করে নিতে পারবেন।
ফলে যেকোনো দলের বিরুদ্ধে লড়াই করতে আপনার কোনো সমস্যা হবে না। এই গেমের যুদ্ধের সময় নির্ধারন করে দেওয়া হয়েছে মাত্র ১০ মিনিট সময় পাবেন যুদ্ধ করার জন্য। গেমটির মধ্যে আপনি ৪০ টিরও বেশি ভয়ঙ্কর ঘোড়া চালানোর সুযোগ পাবেন।
গেমটি আপনার ভালো লাগলে ফ্রিতে ডাউনলোড করে খেলতে পারেন।
[ মাল্টিপ্লেয়ার ভিডিও গেম ]
Vainglory – মাল্টিপ্লেয়ার গেমস
মাল্টিপ্লেয়ার গেম প্রেমিদের জন্য এটা আরো একটি জনপ্রিয় গেম। এন্ড্রয়েড “MOBA” গেমগুলোর মধ্যে এটা অন্তর্ভুক্ত।
২০১৬ সালে “Best Mobile Game” হিসেবে ভ্যাংলরি গেমটি পুরস্কার লাভ করে। এই গেমটি বেশ কৌশলগত ভাবে তৈরি করা হয়েছে এবং এটি দুর্দান্ত যান্ত্রিক দক্ষতার সাথে ডিজাইন করা হয়েছে। এই গেমটির যে বিষয়টি আপনাকে মুগ্ধ করবে তা হলো এর পিসির গ্রাফিক্স সিস্টেম। আর এর ভিজ্যুয়াল এফেক্ট আপনাকে গেমের প্রতি আসক্ত হতে বাধা সৃষ্টি করবে।
গেমটি অনেক চ্যালেঞ্জিং একটি গেম যা খেলার জন্য দক্ষ হতে আপনার কিছুটা সময় লাগবে।
এই গেমের মধ্যে ৪৮ জন কিংবদন্তি নায়ক রয়েছে যাদের নিয়ে আপনি একটি কম্বো দল গঠন করতে পারবেন।
এছাড়া গেমের মধ্যে একটি অসাধারণ ম্যাপ থাকবে যেটা আপনাকে জয়ের অঞ্চলগুলো দেখিয়ে দিবে।
আপনি ম্যাপ অনুযায়ী খেলতে পারলে বেশিরভাগ যুদ্ধে আপনি বিজয়ী হতে পারবেন। গেমটির মাধ্যমে অন্যান্য দেশের সাথে কমিউনিকেট করতে পারবেন।
সবচেয়ে মজার খেলাটি হলো ৫ মিনিটের জন্য আপনাকে উত্তেজনাপূর্ণ গেমিং মোড দেওয়া হবে, যেটা আপনাকে প্রতিদিন খেলার চেয়ে সব থেকে বেশি আনন্দ দিবে।
[ মাল্টিপ্লেয়ার ভিডিও গেম ]
Pubg Mobile – পাবজি গেম ডাউনলোড
বর্তমান অ্যান্ড্রয়েড ইউজাররা এমন কেউ নেই যে পাবজি গেমের নাম শুনেনি। অ্যান্ড্রয়েড ডিভাইসের মাল্টিপ্লেয়ার ভিডিও গেমগুলোর মধ্যে এই গেমটি বহুল পরিচিত একটি গেম।
পাবজি গেম তৈরি করেছে টেনসেন্ট গেমস কোম্পানি। যারা এই গেমের মাধ্যমে সারা বিশ্বে বেশ শুনাম অর্জন করেছে।
এটা একটি শ্যুটার গেম। যারা শুটিং ও যুদ্ধ গেমগুলো খেলতে বেশি পছন্দ করে তাঁরা এই গেমটি ডাউনলোড করে খেলতে পারেন।
গেমটি জনপ্রিয়তার দিক দিয়ে অনেক এগিয়ে কিন্তু এটা সবাই খেলতে পারবে, এরজন্য কোনো চার্জ করা হয়নি।
আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন ছাড়া এটা খেলা যাবে না, কারণ পাবজি মোবাইল গেম একটি অনলাইন গেমস।
২০১৮ সালে এই গেমটি গুল্ডেন জয়স্টিক পুরষ্কার লাভ করে। এই গেমটির আরো কিছু প্রতিদ্বন্দ্বী রয়েছে যারা পাবজি মোবাইল গেমের মতো জনপ্রিয়তা লাভ করেছে।
এই খেলার সময় আপনার দলের অন্য প্লেয়ারদের সাথে কথা বলা যাবে এবং লাইভ চ্যাট করার সুযোগ পাওয়া যাবে। আপনি যদি দলবদ্ধ হয়ে খেলতে পারেন তাহলে সবথেকে বেশি আনন্দ উপভোগ করতে পারবেন।
প্রতিটি মিশন জয়ের মাধ্যমে আপনি আরো শক্তিশালী হয়ে উঠতে পারবেন ও বিভিন্ন পুরস্কার অর্জন করতে পারবেন।
গেমটি খেলার জন্য আপনাকে নিয়মিত ইন্টারনেটের সাথে সংযুগ থাকতে হবে, কারণ এটা যেকোনো সময় আপডেট হতে পারে।
লক্ষ-কোটি ইউজার এই গেমটি রিভিউ করেছে যার মান হলো ৪.০। গেমটির মধ্যে এইচডি সাউন্ড সিস্টেম যুক্ত করা হয়েছে।
এছাড়া গেমের বিভিন্ন চমৎকার দৃশ্য আপনাকে অবাক করে দিবে। আপনি যদি এই গেমের স্বাদ পেতে চান তাহলে প্লে-স্টোর থেকে এখনি ফ্রিতে ডাউনলোড করে নিন।
[ মাল্টিপ্লেয়ার ভিডিও গেম ]
Outriders – পিসি মাল্টিপ্লেয়ার গেম
আপনি যদি স্টিম প্লাটফর্মের গেম খেলতে পছন্দ করেন তাহলে এই গেমটি ডাউনলোড করে খেলতে পারেন। কম্পিউটার বা ল্যাপটপে গেমটি খেলা যাবে।
এটা একটি মাল্টিপ্লেয়ার ভিডিও গেম যেটা একের অধিক মিলে খেলতে পারবেন। এছাড়া গেম খেলার জন্য আপনার সিস্টেমের মধ্যে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। কারণ এটা একটি অনলাইন মাল্টিপ্লেয়ার গেম । আউটরাইডারস গেমটি রিলিজ হয় ২০২০ সালে, যা সম্পূর্ণ নতুন একটি গেম। গেমটি তৈরি করছেন পিপল ক্যান ফ্লাই। গেমটির মধ্যে আপনি এলিয়েনদের বিরুদ্ধে লড়াই করবেন।
আপনি এমন একটি গ্রহে থাকবেন যেখানে এলিয়েনদের বসবাস রয়েছে। এলিয়েনদের সাথে লড়াই করার জন্য আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র ও সরঞ্জাম থাকবে। গেমটি সম্পূর্নই শুটার গেম। আপনি চাইলে গেমটি অনলাইন থেকে ক্রয় করে পিসিতে খেলতে পারেন।
[ মাল্টিপ্লেয়ার ভিডিও গেম ]
Garena Free Fire – ফ্রি ফায়ার ডাউনলোড
অ্যান্ড্রয়েড গেম ডেভেলপাররা আরো একটি চমৎকার মাল্টিপ্লেয়ার ভিডিও গেম আবিষ্কার করেছেন যার হলো গারিনা ফ্রি ফায়ার। এই গেমটি বর্তমানে শীর্ষ গেমগুলোর মধ্যে একটি। যাদের অ্যান্ড্রয়েড ভার্সন অনেক আপডেট তাঁরা এই গেমটি খুব মসৃণ ভাবে খেলতে পারবে। এছাড়া যাদের মোবাইলের র্যাম বেশি তারাও কোনো রকম হ্যাং ছাড়াই খেলতে পারবেন।
প্লে-স্টোরে গেমটি ফ্রিতে ডাউনলোড করার সুযোগ দেওয়া হয়েছে। আমি নিজেও এই গেমটির অনেক বড় একজন ফ্যান।
যারাই ফ্রি ফায়ার গেমটি খেলেছে তাঁরা সবাই এর সম্পর্কে ভালো মন্তব্য প্রকাশ করেছে। প্লে-স্টোরে গেমটির রিভিউ রেটিং রয়েছে ৪.১। গেমটির প্রধান খেলা হলো যুদ্ধ করা।
আপনাকে বিভিন্ন অস্ত্রের সাহায্যে শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আপনি যদি টিম গঠন করে গেমটি খেলতে পারেন তাহলে সবচেয়ে বেশি আনন্দ পাবেন। গেমটি খেলার সময় আপনি ভয়েস চ্যাট করে টিমের মেম্বারদের সাথে যোগাযোগ করতে পারবেন।
ফ্রি ফায়ার গেমটির মধ্যে একটি উত্তেজনাপূর্ণ গেমিং মোড রয়েছে যেটার মাধ্যমে ১০ মিনিটের জন্য ৪৯ জন খেলোয়াড়ের বিরুদ্ধে একটি দ্বীপের মধ্যে লোড়াই করতে হবে। আপনি যদি এই লড়াই করে টিকে থাকতে পারেন তাহলে আপনাকে পুরস্কৃত করা হবে। গেমটির মধ্যে বিভিন্ন দ্বীপে আপনাকে শত্রুর বিপক্ষে লড়াই করতে হবে।
এছাড়া এমন কিছু ম্যাপ রয়েছে যেগুলো আপনাকে সত্যি আকৃষ্ট করবে। আপনার কাছে গেমটি পছন্দ হলে এখনি ডাউনলোড করে খেলতে পারেন।
[ মাল্টিপ্লেয়ার ভিডিও গেম ]
Call of Duty®: Mobile – কল অফ ডিউটি গেম ডাউনলোড
পাবজি ও ফ্রি ফায়ারের মতো কল অফ ডিউটি আরো একটি হাই কোয়ালিটি মাল্টিমিডিয়া ভিডিও গেম । গেমটি প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যাবে সম্পুর্ণ বিনামূল্যে। এটা একটি অ্যাকশন গেম। গেম ডেভেলপার একটি রিকুয়ারমেন্ট করে দিয়েছে যেটা হলো সর্বনিন্ম ৪.৩ ভার্সনের এন্ড্রয়েড ডিভাইস থেকে শুরু করে গেমটি খেলা যাবে। এর নিচে কোনো অ্যান্ড্রয়েড ভার্সনে গেমটি খেলা যাবে না।
অন্যান্য মাল্টিপ্লেয়ার গেমের তুলনায় এই গেমটির রিভিউ রেটিং অনেক ভালো যার মান দাঁড়িয়েছে ৪.৫। গেমটির মধ্যে অনেক ধরণের ফিচারযুক্ত করা হয়েছে।
আপনি শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন রকম সরঞ্জাম পেতে থাকবেন। গেমটির মধ্যে মাল্টিপল পিভিপি গেমিং মোড রয়েছে যেটা আপনার গেম খেলা আরো উত্তেজনাপূর্ণ করে তুলবে। গেমটি সম্পূর্ণ উচ্চমানের গ্রাফিক্স দ্বারা নির্মিত। গেমের মধ্যে অস্ত্রগুলো আপনার কাছে সবথেকে বেশি আকৃষ্ট করবে।
গেমটির মধ্যে আপনাকে বিভিন্ন এনিমির সাথে লড়াই করতে হবে। অজানা কোনো এক জঙ্গলে বা দ্বীপে আপনাকে ছেড়ে দেওয়া হবে, সেখান যুদ্ধ করে আপনাকে টিকে থাকতে হবে। খেলার সময় আপনি অন্যদের সাথে ভয়েস ও টেক্সট চ্যাট করতে পারবেন। গেমটি খেলার জন্য আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
[ মাল্টিপ্লেয়ার ভিডিও গেম ]
উপসংহার
কম্পিউটার ও স্মার্ট ফোনের জন্য যারা মাল্টিপ্লেয়ার ভিডিও গেম ডাউনলোড করতে চান তাদের জন্য এখানে আমি একটি লিস্ট তৈরি করেছি। আপনি চাইলে গেমগুলো ডাউনলোড করে খেলতে পারেন। তবে সকল ফ্রি গেম এখানে যুক্ত করা হয়েনি, কিছু পেইড গেম যেগুলো ভালো মানের সেগুলো এখানে তালিকাভুক্ত করেছি। যাদের মাল্টিপ্লেয়ার গেম খেলার অভ্যাস রয়েছে তাদের জন্য এই তালিকাটি বেশ গুরুত্বপূর্ণ। আপনি চাইলে আপনার বন্ধুদের সাথে আর্টিকেলটি শেয়ার করতে পারেন।